চলতি মাসেই পূর্ণাঙ্গ ই-নথিতে যাচ্ছে ঢাকা জেলা তথ্য অফিস

৭ জুলাই, ২০২০ ২১:৫৯  
তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে ৬৪ টি জেলা ও ০৪ টি পার্বত্য এলাকার উপজেলাসহ মোট ৬৮ টি তথ্য অফিসে চালু হচ্ছে ই-নথি। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের নীচতলায় অবস্থিত জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত হয় এ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেন গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও ই-ফাইলিং সিস্টেম এডমিন মোহাম্মদ আজিম উদ্দীন প্রশিক্ষণে ই-নথি তৈরী, ই-নথির মাধ্যমে পত্র আদান-প্রদানসহ এসংক্রান্ত বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উক্ত অফিস এ বিষয়ে সদরদপ্তরকে অবগত করে ই-ফাইলিং সিষ্টেমে একটি চিঠি পাঠানোর মাধ্যমে শুরু হয় ওই অফিসের ই-ফাইলিং কার্যক্রম । চলতি মাসের মধ্যে এই অফিসের সকল নথি ই-ফাইলিং সিষ্টেমে সম্পাদনের জন্য উদ্যেগ নেয়া হয়েছে। বর্তমানে সরকারী অধিদপ্তরসমূহের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তর নথি ব্যবস্থাপনায় অধিকাংশ নথি ইফাইলিং এ মাধ্যমে সম্পন্ন হয়। এ অধিদপ্তরের অধীন প্রায় ২০ টির অধিক অফিস ইফাইলিং এর মাধ্যমে দাপ্তরিক কার্যাদি সম্পাদন করে থাকেন এবং পর্যায়ক্রমে সকল অফিসকে ইফাইলিং এর আওতায় আনার কার্যক্রম গ্রহন করা হয়েছে।